Image description

এক কলেজছাত্র তার বাবার লাইসেন্সকৃত পিস্তল দিয়ে সহপাঠীকে গুলি করেছে। পুরোনো ঝগড়ার প্রতিশোধ নিতে এমন ভয়াবহ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

ভারতের অভিজাত শহর গুরুগ্রামের সেন্ট্রাল পার্ক রিসোর্টস এলাকার এক অ্যাপার্টমেন্টে শনিবার (৮ নভেম্বর) রাতে ঘটে চাঞ্চল্যকর এ ঘটনা। পুলিশের তথ্য অনুযায়ী, একাদশ শ্রেণির ওই ছাত্র তার বাবার লাইসেন্সধারী পিস্তল ব্যবহার করে সহপাঠীকে গুলি করে। এ সময় অভিযুক্তের সঙ্গে আরেক সহপাঠীও উপস্থিত ছিল।

গুলিবিদ্ধ ১৭ বছর বয়সী ছাত্রকে গুরুতর অবস্থায় মেডান্তা নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুই অভিযুক্ত ছাত্রকেই আটক করেছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, কয়েকদিন আগের এক ঝগড়ার প্রতিশোধ নিতেই তারা সহপাঠীকে ডেকে নিয়ে আসে। তিনজনই একই এলাকার একটি স্কুল-কাম-কলেজের ছাত্র।

ভুক্তভোগীর মায়ের অভিযোগ অনুযায়ী, মূল অভিযুক্ত তার ছেলেকে ফোন করে দেখা করতে বলে। প্রথমে রাজি না হলেও, পরপর ফোন পেয়ে সে বাড়ি থেকে বের হয়। অভিযুক্ত নিজেই মোটরবাইকে করে তাকে অ্যাপার্টমেন্টে নিয়ে যায়। সেখানে পৌঁছেই আরেক বন্ধু আগেই উপস্থিত ছিল। এরপর অভিযুক্ত তার বাবার পিস্তল দিয়ে সরাসরি সহপাঠীকে লক্ষ্য করে গুলি করে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৭০টি জীবন্ত গুলি এবং একটি খালি খোসা উদ্ধার করেছে। ফরেনসিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ঘটনায় গুরুতর ধারায় মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে গুরুগ্রাম পুলিশ লাইসেন্সধারী অস্ত্রের মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছে, শিশু ও কিশোরদের নাগালের বাইরে অস্ত্র রাখার জন্য।