Image description

মালয়েশিয়া-থাই সীমান্তের কাছে প্রায় ৯০ জন অবৈধ অভিবাসীবাহী একটি নৌকা ডুবে যাওয়ায় একজন নারীর মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
মালয়েশিয়ার পুলিশ রোববার এই তথ্য নিশ্চিত করেছে।
তিন দিন আগে কেদাহ পুলিশ প্রধান আদজলি আবু শাহ স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছিলেন, প্রায় ৯০ জনকে বহনকারী একটি নৌকা ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে। একই সংখ্যক যাত্রী নিয়ে আরও দুটি নৌকা নিখোঁজ রয়েছে বলেও জানা গেছে। খবর বার্তা সংস্থা এএফপি'র।
তিনি আরও বলেন, জীবিতদের খুঁজে বের করার জন্য উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
দেশটির সমুদ্র কর্তৃপক্ষ জানিয়েছে, জনপ্রিয় মালয়েশিয়ার রিসোর্ট দ্বীপ ল্যাংকাউইয়ের ঠিক উত্তরে তারুতাও দ্বীপের কাছে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
কেদাহ রাজ্যের সমুদ্র পরিচালক রোমলি মুস্তাফা বলেন, "এখন পর্যন্ত একজনের লাশসহ মোট ১১ জনকে পাওয়া গেছে।"