ধামরাইয়ে
ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ১১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা
ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে গড়ে ওঠা সাতটি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত উপজেলার ভাড়ারিয়া ও সদর ইউনিয়নে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে তিনটি ইটভাটার চিমনিসহ কিছু অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বাকি চারটি ইটভাটাকে মোট ১১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের যুগ্ম সচিব সৈয়দ ফরহাদ হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান উল ইসলাম জানান, ভাড়ারিয়া ইউনিয়নের ভাড়ারিয়া এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা এইচ এম বি ব্রিকস, এন এ এম ব্রিকস ও ফোর স্টার ব্রিকসের চিমনিসহ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। বৈধ কাগজপত্র না থাকায় তিনটি ভাটার ইট উৎপাদন সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে।
অন্যদিকে, সদর ইউনিয়নের ডেমরান এলাকায় বিবিসি ব্রিকস, ডিবিস ব্রিকস এবং নূর ব্রিকসের ডিসি লাইসেন্স থাকলেও পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স না থাকায় এবং মাটি কাটার অনুমতি না থাকায় প্রতিটি ভাটাকে ৩ লক্ষ টাকা করে মোট ৯ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, স্টাইল ব্রিকসকে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই চারটি ভাটাকে মোট ১১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান উল ইসলাম আরও বলেন, ‘আবাসিক এলাকা, স্কুল-কলেজের এক কিলোমিটারের মধ্যে অবৈধ ইটভাটা বন্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’
অভিযানে জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাসহ র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস এবং বিদ্যুৎ অফিসের লোকজনসহ প্রায় শতাধিক প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।




Comments