সম্পর্কের ভাঙন মানেই এক শূন্যতা, গভীর একাকিত্ব। তামান্না ভাটিয়ার সঙ্গে বিচ্ছেদের পর এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন বলিউড অভিনেতা বিজয় ভার্মা। তবে জীবনে কঠিন সময়ের মুখোমুখি তিনি এর আগেও হয়েছেন। আর তখন পাশে পান এক বিশেষ মানুষকে। সেই বিশেষ মানুষটি হলেন আমির খানের মেয়ে ইরা খান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিজয় ভার্মা খোলামেলা বলেন, ‘ইরা না থাকলে হয়তো আমি এই পৃথিবীতেই থাকতাম না।’
অভিনেতার ভাষায়, ‘নিজের বাড়ি ছেড়ে মুম্বাইয়ে একটি ফ্ল্যাটে একা থাকতাম। অভিনয়ের দুনিয়ায় জায়গা করে নেওয়ার চেষ্টা করছিলাম। বাবা কখনোই এই পথে আসতে সমর্থন করেননি। তিনি চাইতেন আমি পারিবারিক ব্যবসা সামলাই। কিন্তু আমি জানতাম, আমার জায়গা সিনেমায়। করোনাকালে একাকিত্ব আমাকে প্রায় গ্রাস করেছিল। বারান্দার ছোট্ট জায়গা আর মাথার ওপরে খোলা আকাশ তখন আমার একমাত্র আশ্রয় ছিল।’
সেই কঠিন সময়ে পাশে এসে দাঁড়ান ইরা খান। বিজয় বলেন, ‘ওই প্রথম বুঝেছিল আমি গভীর মানসিক অবসাদে ভুগছি। ও-ই আমাকে জানায়, নিজের যত্ন নিতে হবে, নিয়মিত কিছু করতে হবে। ইরার অনলাইন যোগব্যায়াম ক্লাসে অংশ নেওয়া শুরু করলাম। ধীরে ধীরে ভেতর থেকে পরিবর্তন আসতে লাগল। জীবনের প্রতি আবার আগ্রহ ফিরে পেলাম।’
ইরার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিজয় আরও বলেন, ‘আমার জীবনের এই নতুন অধ্যায়ের শুরু সম্ভব হয়েছে ওর কারণেই। আমি সত্যিই বিশ্বাস করি, ইরার মতো মানুষ পাশে থাকলে অন্ধকার থেকেও আলো দেখা যায়।’ সূত্র: হিন্দুস্তান টাইমস




Comments