সুন্দরবনের পশুর নদীতে ট্রলারডুবির দুই দিন পর যুক্তরাষ্ট্র প্রবাসী নারী পর্যটক রিয়ানা আবজালের (২৮) মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা। সোমবার (১০ নভেম্বর) মোংলার সাইলো জেটি সংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শনিবার (৮ নভেম্বর) দুপুরে সুন্দরবনের ঢাংমারী ও পশুর নদীর মোহনায় পর্যটকবাহী ট্রলার উল্টে নিখোঁজ হন রিয়ানা।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, উদ্ধার করা মরদেহ চাঁদপাই নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে।
জানা গেছে, নিখোঁজ রিয়ানা আবজাল রাজধানীর উত্তরার বাসিন্দা আবুল কালাম আজাদের মেয়ে। তাদের গ্রামের বাড়ি বরিশালে। রিয়ানা পেশায় পাইলট ছিলেন এবং পরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
পরিবারসহ সুন্দরবনের ঢাংমারী এলাকার রিসোর্ট ‘ম্যানগ্রোভ ভ্যালি’-তে রাতযাপন করেন রিয়ানা। শনিবার সকালে তিনি পরিবারের সদস্যসহ ১৩ জন পর্যটক একটি নৌকায় করে করমজল পর্যটনকেন্দ্রে যাচ্ছিলেন। পথে ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টে গেলে সবাই নদীতে পড়ে যান। কয়েকজন সাঁতরে কূলে ওঠেন এবং আশপাশের লোকজন অন্যদের উদ্ধার করেন। তবে রিয়ানা নিখোঁজ ছিলেন।




Comments