Image description

উচ্চ আদালতে জামিনের পর আরও দুটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে।

সোমবার (১০ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী  বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আব্দুর রহমান নিহতের ঘটনায় গত ৮ সেপ্টেম্বর ফতুল্লা থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এছাড়া সাবেক মেয়র আইভীকে গ্রেফতারের সময় পুলিশের গাড়ি বহরে হামলা করা হয়। সেই ঘটনায় সদর মডেল থানায় মামলা করা হয়েছে। এই দুটি মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

এ বিষয়ে সাবেক মেয়র আইভীর আইনজীবী আওলাদ হোসেন বলেন, তিনটি হত্যা ও দুটি হত্যা চেষ্টার মামলায় উচ্চ আদালত  আইভীকে জামিন দিয়েছেন। আজ আরও দুটি মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর বিষয়ে আমি জানাতে পেরেছি। 

এর আগে গত ৯ নভেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে ৫টি মামলায় জামিন দিয়েছিলেন হাইকোর্ট। তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ ৫টি মামলায় তার জামিন দিয়েছেন হাইকোর্ট।

প্রসঙ্গত, চলতি বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় সাবেক মেয়র আইভীকে। সেই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলাসহ মোট পাঁচ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছিল।