রোগীর দেহে প্রতিস্থাপনের জন্য দাতার ফুসফুস মেট্রোতে চড়ে পৌঁছাল হাসপাতালে
অঙ্গ প্রতিস্থাপনের জন্য দাতার ফুসফুস নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সের পাশাপাশি মেট্রো রেল ব্যবহার করে ভারতের কর্ণাটক থেকে তামিলনাড়ুতে পৌঁছেছে একটি চিকিৎসক দল। এই ঘটনা তামিলনাড়ুতে মেট্রোর মাধ্যমে অঙ্গ পরিবহনের প্রথম নজির গড়েছে।
চেন্নাই মেট্রো রেল লিমিটেড (সিএমআরএল) গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ একটি পোস্টের মাধ্যমে এ তথ্য প্রকাশ করেছে। পোস্ট অনুসারে, কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্স (এনআইএমএইচএএনএস) থেকে অঙ্গ পরিবহন দলের সদস্যরা একজন মৃত ব্যক্তির দান করা ফুসফুস নিয়ে প্রথমে এয়ার অ্যাম্বুলেন্সে করে চেন্নাই বিমানবন্দরে পৌঁছান। এরপর বিমানবন্দর সংলগ্ন মিনামবাক্কম মেট্রো স্টেশন থেকে দলটি মেট্রোতে চড়ে এজি-ডিএমএস স্টেশনে যান।
অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ অনলাইনে এক পোস্টে জানিয়েছে, তারা বেঙ্গালুরুর এনআইএমএইচএএনএস থেকে দাতার ফুসফুস চেন্নাই নিয়ে আসার জন্য একটি ‘গ্রিন করিডর’ তৈরি করেছিলেন। এই যাত্রায় মোট সময় লেগেছে মাত্র ২১ মিনিট। স্থানীয় সময় বেলা ২টা ৭ মিনিটে দলটি মিনামবাক্কম স্টেশনে মেট্রোতে উঠে সাতটি স্টেশন পেরিয়ে বেলা ২টা ২৮ মিনিটে এজি-ডিএমএস স্টেশনে পৌঁছায়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে তারা গ্রিমস রোডের অ্যাপোলো হাসপাতালে পৌঁছান এবং পূর্বনির্ধারিত সময়ে অঙ্গ প্রতিস্থাপনের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করা হয়।
চেন্নাই ট্রাফিক পুলিশ, চেন্নাই মেট্রো রেল এবং অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ যৌথভাবে অঙ্গ পরিবহন দলের বিনা বাধায় বেঙ্গালুরু থেকে চেন্নাই পৌঁছানোর ব্যবস্থা করেছে। এই উদ্যোগে ‘গ্রিন করিডর’-এর মাধ্যমে ট্রাফিক নিয়ন্ত্রণ এবং মেট্রোর দ্রুত সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তামিলনাড়ুতে প্রতিস্থাপনের জন্য অঙ্গ পরিবহন কাজে মেট্রোর ব্যবহার এই প্রথম। এর আগে হায়দরাবাদ ও বেঙ্গালুরু মেট্রো রেলে অনুরূপভাবে অঙ্গ পরিবহন করা হয়েছে। এই ঘটনা অঙ্গদান ও প্রতিস্থাপন প্রক্রিয়ায় পাবলিক ট্রান্সপোর্টের ভূমিকাকে নতুন মাত্রা দিয়েছে, যা জীবন রক্ষায় দ্রুততার গুরুত্ব তুলে ধরে।




Comments