Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদেরের ফেসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে রহস্যের সৃষ্টি হয়েছে। একদিনের ব্যবধানে দেওয়া তাঁদের এই পোস্টগুলো কাকে ইঙ্গিত করে, তা স্পষ্ট না হলেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট: সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দেন। তিনি লেখেন, "বন্ধু, তোমার লাল টুকটুকে স্বপ্ন আর পতাকা একটা সিটের বিনিময়ে বিক্রি করে দিও না।" এই পোস্টটি কে বা কোন ঘটনাকে উদ্দেশ্য করে দেওয়া, তা তিনি পরিষ্কার করেননি।

আবদুল কাদেরের দীর্ঘ পোস্ট: নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্টের পরের দিন, আজ (১১ নভেম্বর) সকালে আবদুল কাদের তাঁর ফেসবুক আইডিতে একটি দীর্ঘ পোস্ট দেন। কাদের তাঁর পোস্টে লিখেছেন, "একটা দলের নেতারা দিনের বেলায় হাঁকডাক ছাড়ে, দিনভর বিএনপিরে নিয়ে বেফাঁস মন্তব্য করে; আর রাতের বেলায় বিএনপির নেতাদের বাসায় গিয়ে ধরনা দেয়! মিডিয়ায় গলাবাজি করা আপসহীন ওই নেতা এবং তার ইমাম সাহেব গত পনেরো দিনে বিশটা সিটের জন্য বিএনপি নেতা সালাহউদ্দিন সাহেবের বাসায় তিনবার মিটিং করেছেন, মির্জা ফখরুল ইসলামের বাসায় ধরনা দিয়েছেন এখন পর্যন্ত একবার!"

কাদের আরও লেখেন, "আসন সমঝোতায় বেটার নেগোসিয়েশনের কৌশল হিসেবে এমন উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন ওই তথাকথিত আপসহীন নেতা। আত্মতৃপ্তির ঢেকুর তুলতে তুলতে ওই নেতা আবার সেটা বলেও বেড়াচ্ছেন। অথচ গণঅভ্যুত্থানের পরের চিত্র কেমন ছিল! পুরানা রাজনৈতিক দলগুলা তরুণদের কাছে আসবে, তরুণ থাকবে ড্রাইভিং সিটে। কিন্তু খোদ ইমামরা গিয়ে বসে থাকেন বিশটা সিটের জন্য! আসন ভাগানোর কৌশল হিসেবে মিডিয়ায় গালিগালাজ করে বেড়ান; বাসায় গিয়ে বসে থাকেন; তবু আসন মিলে না! হা হা হা..."

এই দুটি পোস্টের মধ্যে যোগসূত্র এবং এর পেছনের রহস্য নিয়ে রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ মানুষের মধ্যে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি রাজনৈতিক দলগুলোর মধ্যে আসন ভাগাভাগি এবং ক্ষমতার সমীকরণ নিয়ে চলমান আলোচনার একটি প্রতিচ্ছবি।