ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, অর্থ দিয়ে এখন আর ভোট কেনা যাবে না, বিএনপি যে পরিমাণ চাঁদাবাজি করেছে সেই টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করবে। বিএনপির কাছে বাংলাদেশ এখন আর নিরাপদ না।
শনিবার (১৫ নভেম্বর) সকালে মেহেরপুর জেলা ছাত্রশিবিরের আয়োজনের সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, বিএনপি ১ হাজার ২ হাজার কোটি টাকা চাঁদাবাজি করবে আর ১০০ কোটি টাকা জনগণের মাঝে বিলাবে। বিএনপিকে ভোট দিলে তারা আবার চাঁদাবাজি করে সেই টাকা উসুল করে নেবে।
তিনি বলেন, বিএনপি কখনো নিজেদের টাকা বিলি করে না, বিএনপিতে এতো ভালো লোক নেই। আন্তঃকোন্দলে তারা ১৮৫ জন নিজেদের লোককে হত্যা করেছে, জুলাইয়ে তাদের এত শহীদ নাই, বুকে হাত দিয়ে তারা বলতে পারবে না। ১৫৫ জন লোকের একটা তালিকা তারা ফেসবুকে দিয়েছিল তার বেশিরভাগই শিবিরের লোক ছিল। নিজেদের তালিকা ভরানোর জন্য তারা ছাত্রশিবিরের নাম ব্যবহার করেছে।
সমাবেশে মেহেরপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম, মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজউদ্দিন খান, সাধারণ সম্পাদক ইকবাল হুসাইন প্রমুখ।




Comments