Image description

দুবাই-সংযুক্ত আরব আমিরাতের খ্যাতনামা জ্যোতির্বিজ্ঞানী ও আমিরাত অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ২০২৬ সালে পবিত্র ঈদুল ফিতর সম্ভবত ২০ মার্চ শুক্রবার উদযাপিত হবে।

দুবাই-সংযুক্ত আরব আমিরাতের খ্যাতনামা জ্যোতির্বিজ্ঞানী ও আমিরাত অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ২০২৬ সালে পবিত্র ঈদুল ফিতর সম্ভবত ২০ মার্চ শুক্রবার উদযাপিত হবে।

জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী, ১৪৪৭ হিজরি সনের রমজান মাসের চাঁদ আগামী ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার সন্ধ্যায় দেখা যেতে পারে। তবে সেদিন চাঁদ দেখা বেশ কঠিন হবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। ফলে রোজা শুরুর সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ১৯ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার।

এবার রমজান মাস ৩০ দিনের হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। সেক্ষেত্রে ১ শাওয়াল ১৪৪৭ হিজরি অর্থাৎ পবিত্র ঈদুল ফিতর পড়বে ২০ মার্চ ২০২৬, শুক্রবার।

ইউএই সরকারের ইতিমধ্যে ঘোষিত ২০২৬ সালের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, রমজানের ৩০তম রোজা (১৯ মার্চ, বৃহস্পতিবার) ঈদের ছুটির সঙ্গে যুক্ত হবে। এতে দেশটির বাসিন্দারা টানা চার দিনের ছুটি পাবেন – ১৯ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত। পরবর্তী কার্যদিবস শুরু হবে ২৩ মার্চ সোমবার।

ইব্রাহিম আল জারওয়ান স্পষ্ট করেছেন, এটি শুধুমাত্র জ্যোতির্বিদ্যার বিজ্ঞানসম্মত হিসাব। চূড়ান্ত তারিখ নির্ধারণ করবে সংযুক্ত আরব আমিরাতের অফিসিয়াল চাঁদ দেখা কমিটি, রমজানের শেষে প্রকৃত চাঁদ পর্যবেক্ষণের ভিত্তিতে।

পবিত্র ঈদুল ফিতর মুসলিম বিশ্বের অন্যতম বড় উৎসব। এক মাসের সিয়াম সাধনার পর এদিন ঈদের নামাজের মাধ্যমে আনন্দের সূচনা হয় এবং পরিবার-পরিজন নিয়ে উৎসব, দান-খয়রাত ও সামাজিক মিলনমেলায় মুখরিত হয়ে ওঠে গোটা মুসলিম উম্মাহ।

২০২৬ সালে ঈদ শুক্রবারে পড়ায় মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে দীর্ঘ ছুটির আনন্দ সৃষ্টি হচ্ছে। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোও সাধারণত সৌদি আরব ও ইউএই-এর সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে থাকে। তাই এই পূর্বাভাস বাংলাদেশের মানুষের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।