Image description

জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান এবং চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে রায় আগামী সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন সদস্যের বিচারিক প্যানেল, প্রধান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে, সরাসরি রায় ঘোষণা করবেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) রায়ের সরাসরি সম্প্রচার করবে। এছাড়া বিদেশি একটি বার্তাসংস্থাও সরাসরি সম্প্রচারের অনুমতি চেয়েছে।

রাষ্ট্রপক্ষ দাবি করছে, হাসিনা-কামালের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগই প্রমাণিত হয়েছে এবং তারা সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে। গত ১৩ নভেম্বর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানান, আদালত সুবিচার করবে, তবে রাষ্ট্রপক্ষ আশা করছে আসামিদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলাটি শুরু হয়। প্রথমে একমাত্র আসামি ছিলেন শেখ হাসিনা। ১৬ মার্চ প্রসিকিউশন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকেও আসামি করার আবেদন করলে তা ট্রাইব্যুনাল অনুমোদন করে।

মামলায় মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়েছে যে, গত বছরের জুলাই মাসে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেন শেখ হাসিনা। এরপর আসাদুজ্জামান, আবদুল্লাহ আল-মামুন ও অন্যান্য কর্মকর্তাদের প্ররোচনা ও সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের সশস্ত্র সংগঠনগুলো আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এতে প্রায় ১,৫০০ জন নিহত হন এবং ২৫,০০০ জন আহত হন।

অভিযোগের মধ্যে আরও উল্লেখ রয়েছে যে, আন্দোলনকারীদের নির্মূল করতে হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। এছাড়া রংপুরে, চানখাঁরপুলে ও আশুলিয়ায় নিরীহ ছয়জনের হত্যাকাণ্ডেও তিনজনকে অভিযুক্ত করা হয়েছে।

এ পর্যন্ত ট্রাইব্যুনালে প্রমাণ, সাক্ষ্য এবং তদন্ত রিপোর্টসহ মোট ৮,৭৪৭ পৃষ্ঠার নথি জমা হয়েছে। ট্রাইব্যুনাল অভিযোগ গ্রহণের পর ১০ জুলাই থেকে বিচার প্রক্রিয়া শুরু হয়। মামলায় রাজসাক্ষী হয়ে সাক্ষ্য দিয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

আসামিপক্ষের আইনজীবী খালাস চেয়েছেন, তবে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটর সর্বোচ্চ শাস্তির জন্য আবেদন করেছেন।