Image description

রাজধানীর বিভিন্ন এলাকায় তিনটি বাসে অগ্নিসংযোগ এবং ঢাকার বিভিন্ন স্থানে হাতবোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাত থেকে রোববার (১৬ নভেম্বর) ভোর পর্যন্ত ঢাকার হাজারীবাগ, দক্ষিণ কেরানীগঞ্জ ও সাভারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, এসব ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে হঠাৎ করে এমন ধারাবাহিক নাশকতার ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, হাজারীবাগ বেড়িবাঁধ সরকারি কলেজের সামনে পার্কিং করা একটি বাসে রাত ১১টা ৫৫ মিনিটে আগুন লাগে। দুইটি ফায়ার সার্ভিস ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, ‘দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর বাসস্ট্যান্ডে রাত সোয়া ৩টার দিকে বলাকা পরিবহনের একটি বাসে এবং সাভারের রাজ ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে ভোর পৌনে ৪টার দিকে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন লাগানো হয়। তবে কারা এই অগ্নিসংযোগ করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।’

এর আগে শনিবার সন্ধ্যার পর রাজধানীর হাতিরঝিলের মধুবাগ এলাকায় একটি ককটেল বিস্ফোরণ ঘটে। সেখানে একটি মোটরসাইকেলে আগুন ধরে গেলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।

একই রাতে আগারগাঁওয়ে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) কার্যালয়ের সামনে রাত ৮টা ২০ মিনিটে এবং রাত সাড়ে ১০টার দিকে আগারগাঁও আইডিবি ভবনের সামনে মেট্রোরেল স্টেশনের নিচে আরও দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। হাতিরঝিল ও শাহবাগ থানার পুলিশ জানায়, এই ঘটনায় কেউ আহত হননি।