ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা প্রাঙ্গনের ডাম্পিংয়ে থাকা পরিত্যক্ত একটি লেগুনাতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
রোববার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পোস্তাগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাজেদুল কবির জোয়ারদার।
তিনি জানান, রোববার রাত ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসি। আগুনের অবস্থা ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য মতে আগুন লাগানো হয়েছে বলে প্রতীয়মান হয়েছে। আগুনে ডাম্পিং করা একটি লেগুনা পুড়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুজন ব্যক্তি পরিত্যক্ত গাড়িটির গায়ে আগুন ধরিয়ে দেন। ঠিক সেই মুহূর্তে থানায় আসা এক নারী চিৎকারে তারা দ্রুত সটকে পড়েন। ঘটনার পর থানার অভ্যন্তরে ও আশপাশের এলাকায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এলাকাবাসীরা বলছেন, যারা নিরাপত্তা দেবে, তাদের থানার সামনে এভাবে আগুন লাগানো খুবই উদ্বেগজনক।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আক্তার হোসেন বলেন, এটি নাশকতা না দুর্ঘটনা সেটি নিশ্চিত না। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।




Comments