Image description

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই মামলা থেকে খালাস পাবেন বলে প্রত্যাশা করেছেন স্টেট ডিফেন্স আমির হোসেন। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রবেশের আগে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, "আশা করি বিচার সুষ্ঠু হবে এবং শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল খালাস পাবেন।"

এদিকে, জুলাই মাসে সংঘটিত ঘটনার জেরে দায়ের করা একটি মামলার রায় ঘিরে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই মামলায় শেখ হাসিনাসহ তিনজন অভিযুক্ত রয়েছেন।

সকাল ৯টায় ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে।

আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই মামলার রায় ঘোষণা করবে। বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এই মামলায় অভিযুক্ত তিনজন হলেন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। উল্লেখ্য, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় তার সাজার বিষয়টি ট্রাইব্যুনালের বিবেচনার ওপর ছেড়ে দেওয়া হয়েছে এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।