নেশার টাকা না পেয়ে বসত বাড়িতে আগুন দেয়ার ঘটনায় পিতার অভিযোগে পুত্রের ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা ভ্রাম্যমান আদালত বসিয়ে রহমত আলী নামে এক যুবকের এ কারাদণ্ড প্রদান করেন।
রহমত আলী ওই উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিন গড্ডিমারী ৬ নং ওয়ার্ডের আমিনুর ইসলামের পুত্র বলে জানা গেছে। একই সময় লালমনিরহাট সদর উপজেলায় বাবার অভিযোগে ভ্রাম্যমান আদালতে পুত্র রবি নামে এক যুবকের মাসের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
পুলিশ জানান, নেশার টাকা না পেয়ে মঙ্গলমবার রাতে নিজ বাড়িতে আগুন দেয় রহমত আলী নামে ওই যুবক। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। বুধবার সকালে রহমতের পিতা আমিনুর ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা বরাবর অভিযোগ করেন। পরে পুলিশ বুধবার দুপুরে তাকে গ্রেফতার করে বিকালে ভ্রাম্যমান আদালতে হাজির করেন । ওই আদালতের বিচারক শামীম মিঞার কাছে নেশা গ্রহণ ও বাড়িতে আগুন দেয়ার কথা স্বীকার করেন রহমত আলী। পরে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।
এদিকে লালমনিরহাট সদর থানার নিউ কলোনি গ্রামের বাবুলের ছেলে রবি মাদক সেবন করে তার বাবা মাকে মারপিট করেন। বাবার অভিযোগে ভ্রাম্যমান আদালতে ছেলের দুই মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন আর হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী ও সদর থানার ওসি নুরনবী জানান, সাজাপ্রাপ্তদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে




Comments