থাইল্যান্ডে অনুষ্ঠিত জমকালো আয়োজনে বিশ্বের ১২১ জন প্রতিযোগীকে পেছনে ফেলে ৭৪তম ‘মিস ইউনিভার্স’-এর খেতাব জিতেছেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ।
শুক্রবার (২১ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে থাইল্যান্ডের ননথাবুরির ইমপ্যাক্ট চ্যালেঞ্জার হলে আয়োজিত মেগা ফাইনালে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। এ সময় ফাতিমা বশের মাথায় মিস ইউনিভার্সের মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী ডেনমার্কের ভিক্টোরিয়া কায়ের থেইলভিগ।
এবারের আসরে প্রথম রানারআপ হয়েছেন স্বাগতিক দেশ থাইল্যান্ডের প্রাভিনার সিং। এছাড়া শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন ভেনেজুয়েলার স্টেফানি আবাসালি, ফিলিপাইনের আহতিসা মানালো এবং আইভরি কোস্টের অলিভিয়া ইয়াসে।
মিস ইউনিভার্সের এই ৭৪তম আসরটি ছিল নানা দিক থেকে বিশেষ। এবারের আসরে ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করেন নাদিন আইয়ুব। তিনি সেরা ৩০ সেমিফাইনালিস্টের মধ্যে জায়গা করে নিয়ে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন।
চূড়ান্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মার্কিন কৌতুক অভিনেতা স্টিভ বাইর্ন। এছাড়া উদ্বোধনী পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করেন জনপ্রিয় থাই সংগীতশিল্পী জেফ সাতুর।
জমকালো এই আয়োজনের মধ্য দিয়ে ফাতিমা বশকে মিস ইউনিভার্স পরিবারের নতুন সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।




Comments