দেশজুড়ে আন্দোলন, অবরোধ, রেলপথে বাধা- সবকিছুর মধ্যেও বদলায়নি সরকারি কর্মকমিশনের (পিএসসি) সিদ্ধান্ত। কমিশন স্পষ্ট জানিয়েছে, আগামী ২৭ নভেম্বর থেকেই পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রোববার (২৩ নভেম্বর) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
পিএসসি জানায়, পরীক্ষা পেছানোর দাবিতে কিছু চাকরিপ্রার্থী বিভিন্ন জায়গায় আবেদন, সমাবেশ, এমনকি অনশনও শুরু করেছেন।গত দুই দিনে রাজশাহী ও ময়মনসিংহে শিক্ষার্থীদের রেললাইন অবরোধের কারণে ঘণ্টার পর ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকলেও কমিশন তাদের সিদ্ধান্ত থেকে সরে আসছে না।
বিজ্ঞপ্তিতে কমিশন জানায়, ৪৭তম বিসিএসের বিজ্ঞাপন দেওয়া হয়েছিল ২০২৪ সালের নভেম্বরেই। প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে ১৯ সেপ্টেম্বর, যেখানে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৪৪ জন। লিখিত পরীক্ষার তারিখ গত ৩ জুনই জানানো হয়। তাই মাত্র দুই মাস প্রস্তুতির সময় দেওয়া হয়েছে- আন্দোলনকারীদের এই দাবি সত্য নয় বলেই মন্তব্য কমিশনের।
কমিশনের ভাষ্য, বিসিএস পরীক্ষার প্রস্তুতি কখনোই স্বল্প সময়ের বিষয় নয়; বরং এটি দীর্ঘমেয়াদি অধ্যয়ন ও শৃঙ্খলার ওপর ভিত্তি করে এগোতে হয়। সঠিক প্রার্থীর উচিত নির্ধারিত সময়সূচি মেনে প্রস্তুতি রাখা।
পিএসসি আরও জানায়, বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন পরীক্ষার জট কাটাতে একটি রোডম্যাপ তৈরি করেছে, যার আওতায় ইতোমধ্যে বিশেষ বিসিএসসহ বহু পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখন ৪৭তম বিসিএস পেছালে পুরো পরিকল্পনাই ব্যাহত হবে, যা তারা কোনোভাবেই চায় না।
বিজ্ঞপ্তির শেষে কমিশন লিখিত পরীক্ষার্থীদের প্রতি আহ্বান জানায়- অনুরোধ নয়, বরং দায়িত্ববোধ থেকে যেন সবাই নির্ধারিত সময়েই পরীক্ষায় অংশ নেন।




Comments