আসন্ন বিপিএল আসরকে ঘিরে নাটকীয়তার অবসান হলো। দীর্ঘ প্রতীক্ষা আর তিন দফা পেছানোর পর আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএলের নিলাম। ঠিক তার আগ মুহূর্তে টুর্নামেন্টে যুক্ত হলো নতুন ফ্র্যাঞ্চাইজি ‘নোয়াখালী এক্সপ্রেস’। এর ফলে এবারের আসরে দলের সংখ্যা বেড়ে দাঁড়ালো ছয়ে।
সোমবার রাতে ‘দেশ ট্রাভেলস’-এর মালিকানাধীন এই নতুন দলটির বিপিএলে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়। দলটির এক কর্মকর্তা জানান, বিসিবি থেকে মেইলের মাধ্যমে তারা চূড়ান্ত অনুমোদন পেয়েছেন এবং মঙ্গলবার বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।
ড্রাফটের পরিবর্তে প্রথমবারের মতো এবারের বিপিএলে খেলোয়াড় দলে ভেরাতে ‘অকশন’ বা নিলাম পদ্ধতি অনুসরণ করা হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের নতুন মৌসুমের, আর ফাইনাল অনুষ্ঠিত হতে পারে ২৪ জানুয়ারি।
নতুন দল হিসেবে নোয়াখালী এক্সপ্রেসের অন্তর্ভুক্তি টুর্নামেন্টে বাড়তি উত্তেজনা ও আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার আমেজ তৈরি করবে বলে আশা করছেন ক্রিকেটপ্রেমীরা।
একনজরে এবারের বিপিএলের ৬টি দল ও তাদের মালিকানা:
১. রংপুর রাইডার্স — টগি স্পোর্টস (বসুন্ধরা গ্রুপ)
২. ঢাকা ক্যাপিটালস — চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)
৩. সিলেট টাইটান্স — ক্রিকেট উইথ সামি
৪. রাজশাহী ওয়ারিয়র্স — নাবিল গ্রুপ
৫. চিটাগং রয়েলস — ট্রায়াঙ্গাল সার্ভিস
৬. নোয়াখালী এক্সপ্রেস — দেশ ট্রাভেলস




Comments