Image description

দীর্ঘ ১২ হাজার বছরের সুপ্তাবস্থা কাটিয়ে হঠাৎ জেগে উঠেছে ইথিওপিয়ার ‘হায়লি গুবি’ আগ্নেয়গিরি। রোববার দেশটির উত্তর-পূর্বাঞ্চলের আফার অঞ্চলে অবস্থিত এই আগ্নেয়গিরি থেকে শুরু হওয়া অগ্ন্যুৎপাতে প্রায় ১৪ কিলোমিটার উচ্চতায় বিশাল ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি হয়েছে।

স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের গ্লোবাল ভলকানিজম প্রোগ্রাম এবং মিশিগান টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির বিশেষজ্ঞ প্রফেসর সাইমন কার্ন নিশ্চিত করেছেন, হোলোসিন যুগে বা গত ১২ হাজার বছরে হায়লি গুবিতে অগ্ন্যুৎপাতের কোনো রেকর্ড নেই। ফলে এটি ভূ-তাত্ত্বিক ইতিহাসের একটি বিরল ঘটনা।

ইরিত্রিয়া সীমান্তের কাছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫০০ মিটার উচ্চতায় অবস্থিত এই আগ্নেয়গিরিটি রিফট ভ্যালির অন্তর্ভুক্ত। দুটি ভূ-তাত্ত্বিক প্লেটের সংযোগস্থল হওয়ায় স্থানটি ভূমিকম্প ও আগ্নেয়গিরির জন্য অত্যন্ত সংবেদনশীল।

অগ্ন্যুৎপাতের ফলে নির্গত ছাই ও ধোঁয়া ইথিওপিয়া ছাড়িয়ে ইয়েমেন ও ওমান হয়ে ভারত এবং পাকিস্তানের আকাশ পর্যন্ত ছড়িয়ে পড়েছে। পরিবেশবিদদের মতে, বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়া এই ছাই ও ধোঁয়া পরিবেশ এবং জনজীবনে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে।