দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন। ঢাকায় তার বসবাসের জন্য গুলশান-২ এর ১৯৬ নম্বর বাড়িটি এখন পুরোপুরি প্রস্তুত।
বেগম খালেদা জিয়ার মালিকানাধীন এই ডুপ্লেক্স বাড়িটিতে রয়েছে সুইমিংপুল, আধুনিক লিভিং রুম, ড্রয়িং ও ডাইনিং স্পেসসহ সব ধরনের সুযোগ-সুবিধা। তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় বাড়িটি সাজানো হয়েছে। গুলশানে মায়ের বাসভবন ‘ফিরোজা’র কাছেই ছেলের এই নতুন ঠিকানা রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় সুবিধা দেবে বলে মনে করছেন দলীয় নেতারা।
প্রাথমিকভাবে নভেম্বরের শেষে ফেরার গুঞ্জন থাকলেও, বর্তমান পরিস্থিতি বিবেচনায় ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা প্রবল।
বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজেও ‘খুব দ্রুত’ ফেরার কথা জানিয়েছিলেন। আইনি সব বাধা কেটে যাওয়ায় এখন শুধু সময়ের অপেক্ষা।




Comments