৪৭তম বিসিএস : লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ফের যমুনা অভিমুখে মিছিলের ডাক
পরীক্ষার আর মাত্র একদিন বাকি থাকলেও ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রার্থীরা। এর অংশ হিসেবে বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে শহীদ মিনার থেকে আবারও যমুনা (প্রধান উপদেষ্টার বাসভবন) অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
আন্দোলনকারীদের অভিযোগ, তাদের যৌক্তিক দাবি মেনে না নিয়ে উল্টো পুলিশ দিয়ে দমন-পীড়ন চালানো হয়েছে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
আজকের কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত হয়ে সংহতি জানাতে পারেন বলে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে সুনির্দিষ্টভাবে কোন কোন দলের নেতারা থাকবেন, তা এখনো নিশ্চিত করা হয়নি।
লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে গত এক মাসের বেশি সময় ধরে আন্দোলন চলছে। এর আগে গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) শাহবাগে আন্দোলনকারীদের যমুনা অভিমুখী পদযাত্রা আটকে দেয় পুলিশ। এসময় পুলিশের সঙ্গে দুই দফা সংঘর্ষে অন্তত ১৫ জন প্রার্থী আহত হন। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি উত্তীর্ণ প্রার্থীরা।
উল্লেখ্য, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। কারিগরি বা পেশাগত ক্যাডারের পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত।




Comments