এরশাদ ও হাসিনার চরিত্র এক ও অভিন্ন, গোপনে হাত মিলিয়ে গণতন্ত্র হত্যা করেছেন: রিজভী
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এবং সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রের মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, “তারা প্রকাশ্যে একে অপরের বিরোধী থাকলেও শেষ মুহূর্তে হাত মিলিয়ে গণতন্ত্রকে হত্যা করেছেন।”
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভীর দাবি, উভয় শাসকের আমলেই দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল এবং তারা রাষ্ট্রক্ষমতাকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছেন।
প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় শেখ হাসিনার সাজার প্রসঙ্গ টেনে তিনি বলেন, অবৈধ ক্ষমতার অপব্যবহার এরশাদ যেমন করেছেন, হাসিনাও ঠিক তাই করেছেন।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।




Comments