Image description

“যে আদালতের ওপর শেখ হাসিনার আস্থা নেই, সেই আদালতে আমি তার পক্ষে লড়াই করব না।”— এমন মন্তব্য করে শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না।

বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি জানান, রাষ্ট্রপক্ষ থেকে তাকে শেখ হাসিনার আইনজীবী নিয়োগ দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করবেন। নিয়োগের আনুষ্ঠানিক চিঠি হাতে পেলেই তিনি পদত্যাগের বিষয়টি জানাবেন।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে (আপনার টেক্সট অনুযায়ী)। তবে শেখ হাসিনার মামলা থেকে সরে গেলেও জেড আই খান পান্না জানিয়েছেন, তিনি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের দুর্নীতির মামলায় তাদের পক্ষে লড়বেন।