Image description

অন্তর্বর্তী সরকারের কেবল দুজন ছাত্র প্রতিনিধিই নন, অন্যান্য উপদেষ্টাদের মধ্য থেকেও কেউ কেউ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। আসিফ মাহমুদ বলেন, “শুধু আমরা দুজন ছাত্র উপদেষ্টা না, আরও যারা সরকারে বিভিন্নভাবে জড়িত আছেন তাদের কেউ কেউ নির্বাচন করবেন এমন কথাও আছে।”

নির্বাচনে অংশ নিলে পদত্যাগ করবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নির্বাচনে অংশ নিতে আইনগত কোনো বাধা নেই। তবে নৈতিক জায়গা থেকে এবং স্বার্থের সংঘাত এড়াতে নির্বাচনী কার্যক্রমে ঢোকার আগেই পদত্যাগ করা প্রয়োজন বলে মনে করেন তিনি। সেভাবেই তারা প্রস্তুতি নিচ্ছেন।

কোন দল বা আসন থেকে নির্বাচন করবেন, তা এখনই প্রকাশ না করলেও যথাসময়ে তা জানানো হবে বলে জানান এই উপদেষ্টা।