টস হেরেও ব্যাট হাতে দারুণ সূচনা করেছে আয়ারল্যান্ড। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়াম) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়েছে আইরিশ ব্যাটাররা।
১৫ ওভার শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ১২৭ রান। ক্রিজে আছেন হ্যারি টেক্টর ও কার্টিস ক্যাম্ফার।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। তবে শরিফুল ইসলামের করা ইনিংসের তৃতীয় ওভারেই ১৮ রান তুলে নিয়ে নিজেদের আগ্রাসী মনোভাব জানান দেয় আইরিশরা। চতুর্থ ওভারে তানজিম হাসান সাকিব পল স্টার্লিংকে (২১) ফিরিয়ে ব্রেকথ্রু এনে দিলেও রানের চাকা সচল রেখেছে সফরকারীরা।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান, জাকের আলী, তাওহীদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম সাকিব ও শরিফুল ইসলাম।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লরকান টাকার (উইকেটকিপার), কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডেয়ার, ব্যারি ম্যাককার্থি, ম্যাথিউ হামফ্রিস, জশ লিটল।




Comments