Image description

নির্বাচনি কার্যক্রমে অংশ নেওয়ার আগেই পদত্যাগ করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি মনে করেন, সরকারের পদে থেকে নির্বাচন করাটা ‘স্বার্থের সংঘাত’।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। আসিফ মাহমুদ বলেন, “অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নির্বাচনে অংশ নিতে আইনগত কোনো বাধা নেই। তবে নীতিগত জায়গা থেকে আমি মনে করি, যে বা যারাই নির্বাচনে অংশ নেবেন, তাদের নির্বাচনি কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগ করা প্রয়োজন। আমি সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।”

সরকারের আরও কয়েকজন উপদেষ্টা নির্বাচনে অংশ নিতে পারেন বলে ইঙ্গিত দেন তিনি। তবে কোন দল বা আসন থেকে নির্বাচন করবেন, তা এখনই প্রকাশ করতে চাননি এই উপদেষ্টা।

একই অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানের বিষয়ে তিনি বলেন, অনিয়ম পাওয়া গেলে মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।