দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে স্বস্তির খবর হলো, এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ১৩৭ জন চট্টগ্রাম বিভাগের। অন্যান্য এলাকার চিত্র নিম্নরূপ:
ঢাকা উত্তর সিটি করপোরেশন: ১০২ জন
ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৯৩ জন
বরিশাল বিভাগ: ৩৯ জন
ময়মনসিংহ বিভাগ: ৩১ জন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ৮ জন
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯৩ হাজার ১৯৪ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন ৯০ হাজার ৬৫২ জন (গত ২৪ ঘণ্টায় ৪৩৩ জন)। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৩৭৭ জন।
উল্লেখ্য, গত বছর (২০২৪) দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা গিয়েছিলেন ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালে ইতিহাস সৃষ্টিকারী ডেঙ্গু প্রাদুর্ভাবে আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের।




Comments