আসন্ন বিপিএল ২০২৬ মৌসুমকে সামনে রেখে অংশগ্রহণকারী ছয়টি ফ্র্যাঞ্চাইজি তাদের হেড কোচ ও কোচিং স্টাফদের নাম চূড়ান্ত করেছে। এবারের আসরে নতুন দল হিসেবে যুক্ত হয়েছে ‘নোয়াখালী এক্সপ্রেস’। দেশি ও বিদেশি কোচদের সমন্বয়ে সাজানো হয়েছে দলগুলোর কোচিং প্যানেল।
এবারের বিপিএলে দুই দলে বিদেশি এবং চার দলে দেশি হেড কোচ দায়িত্ব পালন করবেন।
ঢাকা ক্যাপিটালস: সাবেক বিশ্বকাপজয়ী ইংলিশ কোচ টবি রেডফোর্ড।
রংপুর রাইডার্স: পাকিস্তানের সাবেক কোচ মিকি আর্থার। (ব্যাটিং কোচ শাহরিয়ার নাফিস ও স্পিন কোচ মোহাম্মদ রফিক)।
নোয়াখালী এক্সপ্রেস: খালেদ মাহমুদ সুজন।
সিলেট টাইটান্স: সোহেল ইসলাম। (ব্যাটিং কোচ ইমরুল কায়েস)।
রাজশাহী ওয়ারিয়র্স: হান্নান সরকার।
চট্টগ্রাম রয়্যালস: মিজানুর রহমান বাবুল।
নিয়ম অনুযায়ী প্রতিটি দল সরাসরি চুক্তিতে দুইজন করে দেশি ক্রিকেটার দলে ভিড়িয়েছে। দলগুলোর পছন্দ অনুযায়ী চুক্তিবদ্ধ হওয়া ক্রিকেটাররা হলেন:
রংপুর রাইডার্স: মুস্তাফিজুর রহমান ও নুরুল হাসান সোহান।
ঢাকা ক্যাপিটালস: তাসকিন আহমেদ ও সাইফ হাসান।
সিলেট টাইটান্স: মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ।
রাজশাহী ওয়ারিয়র্স: নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম।
চট্টগ্রাম রয়্যালস: শেখ মেহেদী ও তানভির ইসলাম।
এবারের আসরে মালিকানায় বেশ কিছু পরিবর্তন এসেছে। দলগুলোর মালিকানা ও নতুন বিন্যাস নিম্নরূপ:
রংপুর রাইডার্স: টগি স্পোর্টস (বসুন্ধরা গ্রুপ)।
ঢাকা ক্যাপিটালস: চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক–হারল্যান)।
রাজশাহী ওয়ারিয়র্স: নাবিল গ্রুপ।
সিলেট টাইটান্স: ক্রিকেট উইথ সামি।
চট্টগ্রাম রয়্যালস: ট্রায়াঙ্গাল সার্ভিস।
নোয়াখালী এক্সপ্রেস: দেশ ট্রাভেলস।
উল্লেখ্য, আগামী ৩০ নভেম্বর হোটেল রেডিসন ব্লুতে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট বা নিলাম অনুষ্ঠিত হবে, যেখানে দলগুলো তাদের বাকি স্কোয়াড সাজিয়ে নেবে।




Comments