Image description

দেশের শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্য, পণ্য পরিবহন থেকে শুরু করে প্রান্তিক ক্ষুদ্র ব্যবসায়ী পর্যন্ত প্রতিটি সেক্টর বর্তমানে ভয়ঙ্কর চাঁদাবাজির শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। শুক্রবার এক বিবৃতিতে তিনি এই গভীর উদ্বেগের কথা জানান।

বিবৃতিতে জিএম কাদের বলেন, দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি গার্মেন্টস খাত আজ চাঁদাবাজদের হুমকির মুখে অসহায়। চাঁদা না দিলেই কারখানা বন্ধ করে দেওয়া, হত্যা ও হামলার হুমকি দেওয়া হচ্ছে। এমনকি ব্যবসায়ীদের ‘ফ্যাসিস্ট’ তকমা দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে জিম্মি করা হচ্ছে।

তিনি সাভারের হেমায়েতপুরে চাঁদার দাবিতে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর করার সাম্প্রতিক ঘটনার উল্লেখ করেন। এছাড়া পরিবহন সেক্টরেও ব্যাপক চাঁদাবাজির কথা তুলে ধরে তিনি বলেন, ‘‘ভুক্তভোগীরা চাঁদাবাজদের দৌরাত্ম্যে ভয়ে মুখ খুলছেন না। আবার কখনো কখনো পুলিশের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।’’

জাপা চেয়ারম্যান সতর্ক করে বলেন, চাঁদাবাজির কারণে ব্যবসার খরচ বৃদ্ধি পাচ্ছে এবং বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হচ্ছেন। এতে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি ব্যবসায়ী নেতাদের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘‘প্রশাসনের নির্লিপ্ততায় অর্থনীতির রক্তক্ষরণ হচ্ছে, অথচ সরকার ব্যবসায়ীদের আর্তনাদ শুনছে না।’’

দেশে আইনের শাসন ও সুশাসন ফিরিয়ে আনতে এবং এই অরাজকতা বন্ধ করতে জিএম কাদের অবিলম্বে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কার্যকর উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান।