Image description

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে ফুলের তোড়া ও শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বৃহস্পতিবার সন্ধ্যায় পাকিস্তান দূতাবাসের মাধ্যমে এই শুভেচ্ছা বার্তা পাঠানো হয়।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত পাকিস্তান দূতাবাসের কর্মকর্তারা ফুলের তোড়া পৌঁছে দেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর পাশাপাশি দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকেও সুস্থতা কামনা করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার আনুষ্ঠানিকভাবে এই ফুলের তোড়া গ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শারীরিক অসুস্থতা নিয়ে গত রোববার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউতে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল থাকলেও পূর্ণ সুস্থতার জন্য সময়ের প্রয়োজন।

লন্ডন থেকে খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিক চিকিৎসার খোঁজখবর রাখছেন। এছাড়া ঢাকায় হাসপাতালে শাশুড়ির পাশে রয়েছেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি। দলীয় প্রধানের সুস্থতা কামনায় দেশজুড়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।