Image description

ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত শ্রীলঙ্কায় জরুরি ভিত্তিতে ত্রাণসামগ্রী ও উদ্ধারকারী দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আবহাওয়া অনুকূলে থাকলে আগামী বুধবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ বিমান বাহিনীর দুটি বিশেষ বিমানে এই ত্রাণ মিশন কলম্বোর উদ্দেশে রওনা হবে।

ত্রাণ কার্যক্রমটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগ যৌথভাবে কাজ করছে। এছাড়া তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডও এই সহায়তায় অংশ নিচ্ছে।

সম্প্রতি ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’র প্রভাবে শ্রীলঙ্কায় আকস্মিক বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত ৩৫৫ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন অন্তত ৩৬৬ জন। দুর্যোগে ২০ হাজারেরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ২ লাখ ১০ হাজার মানুষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় শ্রীলঙ্কা সরকার জরুরি অবস্থা ঘোষণা করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তা চেয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর যেকোনো মানবিক বিপর্যয়ে বাংলাদেশ সরকার অতীতেও দ্রুত সাড়া দিয়েছে এবং এই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।