ক্রিশ্চিয়ানো রোনালদোর পর রিয়াল মাদ্রিদের হয়ে এক ক্যালেন্ডার বছরে ৫৩ বা তার বেশি গোল করার কৃতিত্ব অর্জনকারী দ্বিতীয় খেলোয়াড় হিসেবে নাম লিখিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। সম্প্রতি লা লিগায় জিরোনার সঙ্গে ১-১ গোলে ড্র ম্যাচে গোল করে ফরাসি অধিনায়ক এই মাইলফলক স্পর্শ করেছেন।
দুর্দান্ত ফর্ম ও ধারাবাহিকতায় এমবাপ্পে নিজেকে ক্রমাগত নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন। এই সাফল্যের পাশাপাশি আরও একটি রেকর্ডও তার সংগ্রহে যুক্ত হলো। রিয়াল মাদ্রিদের হয়ে এই প্রথম পুরো ক্যালেন্ডার বছর তিনি গোল করেছেন। অন্যদিকে, পর্তুগিজ তারকা রোনালদো নয় মৌসুমে পাঁচবার এই কৃতিত্ব অর্জন করেছিলেন।
এমবাপে চারদিন আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অলিম্পিয়াকোসের বিপক্ষে চার গোল করার কীর্তি দেখিয়েছিলেন। ওই ম্যাচে রিয়াল ৪-৩ গোলে জিতেছিল। ২০১৫/১৬ মৌসুমে রোনালদো মালমোরের বিপক্ষে চার গোল করেছিলেন।
সেই ম্যাচে এমবাপ্পে রোনালদোর দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ডও ভেঙেছেন। মাত্র ৭ মিনিটে হ্যাটট্রিক সম্পন্ন করেন তিনি, যেখানে রোনালদো মালমোরের বিপক্ষে ১১ মিনিটে হ্যাটট্রিক করেছিলেন।
মৌসুমের শুরুতে এমবাপ্পে রোনালদোকে তার রোল মডেল হিসেবে উল্লেখ করেছিলেন।




Comments