ম্যাচের শুরুতে সামান্য ভুলের জন্য অধিনায়কের চোখরাঙানি দেখতে হয়েছিল, কিন্তু সেই তানজিদ হাসান তামিমই শেষ পর্যন্ত গড়লেন অনন্য এক ইতিহাস। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ৫টি ক্যাচ তালুবন্দি করে বিশ্বরেকর্ড গড়েছেন এই বাংলাদেশি ফিল্ডার।
মঙ্গলবার চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে উইকেটরক্ষক না হয়েও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে ৫টি ক্যাচ নেওয়ার কীর্তি গড়েন তিনি।
টি-টোয়েন্টি ইতিহাসে এর আগে এক ম্যাচে ৫ ক্যাচ নেওয়ার নজির ছিল মাত্র দুজনের—মালদ্বীপের ওয়েগাড়ে মালিন্দা এবং সুইডেনের সেদিক সাহাক। তবে আইসিসির পূর্ণ সদস্য বা টেস্ট খেলুড়ে কোনো দেশের ক্রিকেটার হিসেবে তানজিদই প্রথম এই মাইলফলক স্পর্শ করলেন।
তানজিদের এই রেকর্ডটি ছিল বেশ চমকপ্রদ। আয়ারল্যান্ডের প্রথম পাঁচ উইকেটে তার কোনো অবদান ছিল না। তবে আইরিশদের শেষ ৫টি উইকেটের সবকটি ক্যাচই তিনি ধরেন।
রিশাদ হোসেনের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে গ্যারেথ ডেলানির ক্যাচ দিয়ে।
এরপর মার্ক অ্যাডায়ার ও ম্যাথু হামফ্রিজের ক্যাচ নেন লং অনে এবং জর্জ ডকরেলের ক্যাচ নেন লং অফে।
সবশেষে লং অনে বেন হোয়াইটের ক্যাচ লুফে নিয়ে আয়ারল্যান্ডের ইনিংস সমাপ্ত করার পাশাপাশি নিজের বিশ্বরেকর্ড নিশ্চিত করেন।
এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে ৪টি ক্যাচ নেওয়ার ঘটনা ৪৫টি থাকলেও সেখানে কোনো বাংলাদেশি ছিলেন না। বাংলাদেশের হয়ে এক ম্যাচে সর্বোচ্চ ৩টি ক্যাচ নেওয়ার রেকর্ড ছিল। সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান ও লিটন দাসসহ মোট ১১ জন ক্রিকেটার এই রেকর্ডের অংশীদার ছিলেন। সবাইকে ছাড়িয়ে তানজিদ এখন নতুন উচ্চতায়।




Comments