বিভিন্ন দাবিতে আন্দোলনরত ৮ দলের রংপুর বিভাগীয় সমাবেশ থেকে ফেরার পথে পৃথক দুই দুর্ঘটনায় ২ ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ১০ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পলাশবাড়ী থানা শাখার কর্মী উমর ফারুক (৪০) ও নীলফামারী জেলার ডোমার উপজেলার মো. যোবেদ আলী।
বুধবার বিকেলে বগুড়া-রংপুর মহাসড়ক ও রংপুর-নীলফামারী মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে। এদিন রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জানা যায়, আজ ৩ ডিসেম্বর আন্দোলনরত ৮ দলের রংপুর বিভাগীয় সমাবেশ থেকে ফেরার পথে চাকা ফেটে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলে ইসলামী আন্দোলন বাংলাদেশ পলাশবাড়ী থানা শাখার কর্মী উমর ফারুক (৪০) নিহত হন। এ ঘটনায় পলাশবাড়ী থানা শাখার বিভিন্ন দায়িত্বশীলসহ ৮-১০ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
পৃথক আরেকটি দুর্ঘটনায় মো. যোবেদ আলী মারা যান। তিনি ডোমার উপজেলার সবুজপাড়া গ্রামের নছিয়া আলীর ছেলে।
এদিকে দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।
তিনি মৃত উমর ফারুক ও জোবেদ আলীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।




Comments