Image description

উন্নত চিকিৎসার উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তাকে নিরাপদে বিদেশে স্থানান্তরের জন্য কাতার সরকার বিশেষায়িত ‘রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স’ পাঠাতে সম্মতি জানিয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিএনপি সূত্রে জানা যায়, গত ২৯ নভেম্বর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাতারের কাছে এয়ার অ্যাম্বুলেন্স চেয়ে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছিলেন। সেই অনুরোধে সাড়া দিয়ে কাতার সরকার তাদের ইতিবাচক মনোভাব প্রকাশ করে এবং দেশটির আমির এ বিষয়ে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। এরই ধারাবাহিকতায় আজ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর বিষয়টি চূড়ান্ত করা হলো।

এদিকে, খালেদা জিয়ার বিদেশ যাত্রার শারীরিক সক্ষমতা মূল্যায়নে ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডা. রিচার্ড বিল। তার নেতৃত্বে চার সদস্যের একটি বিদেশি বিশেষজ্ঞ দল এভারকেয়ার হাসপাতালে বেগম জিয়ার সর্বশেষ শারীরিক পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করছেন। তারা স্থানীয় মেডিকেল বোর্ডের সঙ্গে সমন্বয় করে পরবর্তী চিকিৎসার রূপরেখা তৈরি করছেন।

এর আগে বুধবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হাসপাতালে গিয়ে বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন। তিনি সেখানে আধা ঘণ্টা অবস্থান করেন এবং বিএনপি নেত্রীর আশু আরোগ্য কামনা করেন।

উল্লেখ্য, ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে দেশি-বিদেশি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।