Image description

নভেম্বর মাসে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। মাসসেরা হওয়ার এই দৌড়ে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন দক্ষিণ আফ্রিকার সিমন হারমার ও পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ। তিন স্পিনারের এই ত্রিমুখী লড়াইয়ে বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে এই সম্মান জয়ের হাতছানি এখন তাইজুলের সামনে।

আয়ারল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে বাংলাদেশের ২-০ ব্যবধানে জয়ে তাইজুল ছিলেন মূল কারিগর। পুরো সিরিজে বল হাতে ছড়ি ঘুরিয়ে তিনি ২৬.৩০ গড়ে তুলে নিয়েছেন ১৩টি উইকেট, যা ছিল সিরিজের সর্বোচ্চ। তার এই ধারাবাহিকতাই তাকে আইসিসির মনোনয়ন এনে দিয়েছে।

মনোনয়ন পাওয়া দক্ষিণ আফ্রিকার অফস্পিনার সিমন হারমার ভারতের মাটিতে ২৫ বছর পর প্রোটিয়াদের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে নেতৃত্ব দিয়েছেন। কলকাতা ও গুয়াহাটি টেস্টে তিনি মাত্র ৮.৯৪ গড়ে শিকার করেছেন ১৭টি উইকেট। তার জাদুকরী স্পিনেই ধরাশায়ী হয়েছে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ।

অন্যদিকে, পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে ব্যাট ও বল হাতে ছিলেন সমান উজ্জ্বল। ওয়ানডেতে ১০৪ রান ও ৪ উইকেটের পাশাপাশি টি-টোয়েন্টিতেও তিনি নিয়েছেন ১১ উইকেট। ফাইনালে ম্যাচসেরা ও টুর্নামেন্টে সিরিজসেরা হয়ে তিনিও মাসসেরার দৌড়ে শক্ত অবস্থান তৈরি করেছেন।

এর আগে বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান (দুইবার), মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। তাইজুল ইসলাম এই তালিকায় নিজের নাম যুক্ত করতে পারেন কি না, এখন সেটাই দেখার অপেক্ষা।