Image description

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে শুক্রবার রাতে চার ঘণ্টা ধরে গোলাবিনিময় হয়েছে। উভয়পক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। এ জন্য একে অন্যের ওপর দোষ চাপাচ্ছে। এই ঘটনা কাতার ও তুরস্কের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে প্রশ্নের মুখে ফেলেছে।

বিবিসির খবরে বলা হয়, শুক্রবার রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে সীমান্ত সংঘাত শুরু হয়। সংঘর্ষে উভয়পক্ষই ভারী এবং হালকা অস্ত্র ব্যবহার করে। সংঘর্ষের সময় সীমান্তে আফগানিস্তান অংশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের তোলা ভিডিওতে দেখা গেছে, বিপুলসংখ্যক আফগান হেঁটে ও যানবাহনে নিরাপদ আশ্রয়ের সন্ধানে পালিয়ে যাচ্ছে।

কান্দাহারের তথ্য বিভাগের প্রধান আলি মোহাম্মদ হাকমাল জানান, পাকিস্তানের বাহিনী হালকা ও ভারী কামান দিয়ে আক্রমণ করেছে। মর্টারের আঘাতে বেসামরিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মুখপাত্র মোশাররফ জাইদি তালেবানের বিরুদ্ধে উস্কানিবিহীন গোলাবর্ষণের অভিযোগ এনেছেন। তিনি বলেন, পাকিস্তান সশস্ত্র বাহিনী এর জবাব দিয়েছে। পাকিস্তান তার আঞ্চলিক অখণ্ডতা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

অন্যদিকে, তালেবানের একজন মুখপাত্র দাবি করেন, পাকিস্তান আবারও আক্রমণ শুরু করেছে। তাই তালেবান জবাব দিতে বাধ্য হয়েছে।
এই সংঘর্ষ এমন এক সময়ে ঘটল যখন দুই মাস আগে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দুই পক্ষ যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছিল। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর এটি ছিল উভয়ের মধ্যে সবচেয়ে বড় সংঘাত। 

আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্টের তথ্য অনুযায়ী, গত বছর পাকিস্তানের তালেবান (টিটিপি) পাকিস্তানি বাহিনীর ওপর কমপক্ষে ৬০০টি হামলা চালিয়েছে।