Image description

বিশাখাপত্তনমে কুইন্টন ডি ককের ঝোড়ো সেঞ্চুরিও বাঁচাতে পারল না দক্ষিণ আফ্রিকাকে। পাল্টা সেঞ্চুরিতে জবাব দিলেন ভারতের তরুণ তুর্কি যশস্বী জয়সোয়াল। তার ক্যারিয়ারের প্রথম ওয়ানডে শতকে ভর করে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৯ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে ভারত। ৬১ বল হাতে রেখে পাওয়া এই দাপুটে জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল স্বাগতিকরা।

রোববার সিরিজ নির্ধারণী ম্যাচে ২৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতকে পেছনে তাকাতে হয়নি। ওপেনিং জুটিতেই ১৫৫ রান তুলে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন রোহিত শর্মা ও জয়সোয়াল। রোহিত ৭৩ বলে ৭৫ রান সাজঘরে ফেরেন। এরপর বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে বাকি কাজটা অনায়াসেই সারেন জয়সোয়াল। নিজের চতুর্থ ওয়ানডে খেলতে নেমেই সেঞ্চুরির দেখা পেলেন এই বাঁহাতি ওপেনার। ১২১ বলে ১২টি চার ও ২টি ছক্কায় ১১৬ রানে অপরাজিত থাকেন তিনি। অন্যপ্রান্তে কোহলি অপরাজিত ছিলেন ৪৫ বলে ৬৫ রানে।

এর আগে টস ভাগ্য অবশেষে সহায় হয় ভারতের। দীর্ঘ ২০ ম্যাচ পর টস জিতেন ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুল। আগে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার হয়ে একাই লড়াই করেন কুইন্টন ডি কক। তিনি ৮০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৮৯ বলে ১০৬ রান করে আউট হন। তার ইনিংসে ছিল ৮টি চার ও ৬টি ছক্কা।

তবে ডি কক ছাড়া প্রোটিয়াদের আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি। অধিনায়ক টেম্বা বাভুমা ৪৮ এবং ব্রেভিস ২৯ রান করেন। শেষদিকে কেশভ মহারাজের ২০ রানের সুবাদে ৪৭.৫ ওভারে ২৭০ রানে অলআউট হয় সফরকারীরা।

ভারতের হয়ে বল হাতে জ্বলে ওঠেন প্রসিধ কৃষ্ণ ও কুলদীপ যাদব। দুজনেই ৪টি করে উইকেট শিকার করে দক্ষিণ আফ্রিকাকে বড় সংগ্রহ গড়তে দেননি।