ঢাকার ধামরাইয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় খতমে কোরআন, নফল রোজা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে ধামরাই পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীসহ হাজারো মুসল্লির ঢল নামে।
ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের আহ্বানে ও সার্বিক তত্ত্বাবধানে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদরাসা থেকে শিক্ষক, ছাত্র এবং সাধারণ মুসল্লিরা অংশ নেন।
অনুষ্ঠানে ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, ‘গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়া গৃহিণী থেকে প্রধানমন্ত্রী হয়ে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তিনি কোনোদিন কোনো স্বৈরাচারী অপশক্তির কাছে মাথা নত করেননি। দেশের মানুষের অকৃত্রিম ভালোবাসায় ফ্যাসিস্ট সরকারের চরম নির্যাতনের মুখেও তিনি দেশ ছেড়ে যাননি। মানবতার মায়ের অসুস্থতা আজ আমাদের সবাইকে ব্যথিত করেছে। মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন।’
তিনি আরও বলেন, ‘এদেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। আর কোনোদিন যেন এদেশে স্বৈরাচারের জন্ম না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। অন্যায়ের কাছে কখনোই মাথা নত করা যাবে না।’
নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করে মুরাদ বলেন, ‘আমি এমপি হতে চাই না, আপনাদের সন্তান ও সেবক হয়ে সারাজীবন ধামরাইবাসীর পাশে থেকে কাজ করে যেতে চাই।’
বক্তব্যে তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, ‘জিয়াউর রহমান দেশের সার্বভৌমত্ব রক্ষা ও উন্নয়নে কাজ করেছেন। তার আদর্শ ধারণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানুষের ভোটের অধিকার আদায়ে নিরলস কাজ করে যাচ্ছেন।’
মাহফিলে সাবেক মুখ্যমন্ত্রী আতাউর রহমান খান ও বিএনপির সাবেক সংসদ সদস্য প্রয়াত ব্যারিস্টার জিয়াউর রহমান খানের রুহের মাগফিরাত কামনা করেও বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ জলিল, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ, বৃহত্তর ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসতিয়াক আহম্মেদ ফারুক, হাজী লোকমান দেওয়ান, আবু তাহের মুকুল প্রমুখ।
মাহফিলে ধর্মীয় আলোচনা পেশ করেন মাওলানা মোহাম্মদ শওকত হোসেন এবং মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুলহাস উদ্দিন। দোয়া শেষে উপস্থিত হাজারো জনতা ইফতারে অংশ নেন।




Comments