Image description

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস নিজেকে নতুন করে তৈরি করছেন। আসন্ন সিনেমা ‘দুর্বার’-এ দর্শকদের সামনে তিনি হাজির হতে যাচ্ছেন একদম অচেনা লুকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নায়িকা নিজেই এই পরিবর্তনের কথা জানিয়েছেন।

অপু বিশ্বাস আত্মবিশ্বাসের সঙ্গে জানান, দর্শকরা এবার পর্দায় যে অপুকে দেখবেন, তা বিগত দিনের সব কাজের চেয়ে আলাদা। তিনি বলেন, “আমি নিশ্চিত, দর্শকরা এবার এক ভিন্ন অপু বিশ্বাসকে দেখতে পাবেন। একজন শিল্পী সবসময়ই তার সেরাটা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু এবার আমার পরিবর্তনটা হবে চোখে পড়ার মতো।”

নিজেকে নতুনভাবে গড়ার জন্য কঠোর পরিশ্রম করছেন এই অভিনেত্রী। নিয়মিত জিমে সময় দিচ্ছেন, যা ইতিমধ্যে ভক্তদের নজরে এসেছে। অপু বলেন, “আমি আসলে কতটা বদলেছি, তা সিনেমা হলে গিয়ে ‘দুর্বার’ দেখলেই দর্শকরা বুঝতে পারবেন।”

কাজের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে অপু বিশ্বাস জানান, এবারের কাজের অভিজ্ঞতা তার জন্য দারুণ। তিনি নিজেকে ভাগ্যবান দাবি করে বলেন, “এবার আমি শুধু একটি কাজের টিম পাইনি, পেয়েছি একটি পরিবার। সবার সহযোগিতায় কাজটি অনেক সহজ হয়ে গেছে।”

উল্লেখ্য, বরেণ্য নির্মাতা আমজাদ হোসেনের ‘কাল সকালে’ সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন অপু বিশ্বাস। তবে ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ সিনেমার মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। এরপর শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে দীর্ঘ সময় ঢালিউড শাসন করেছেন এই নায়িকা।