হোয়াইট হাউজের কাছে পাঠানোর জন্য সংশোধিত একটি প্রস্তাব তৈরি করছে ইউক্রেন। তাদের দেশের কোনো অংশ যাতে রাশিয়াকে দিয়ে দিতে না হয়, সেটি নিশ্চিত করতেই নতুন এই প্রস্তাব।
দেশের অংশ না দিয়ে বিকল্প কী ব্যবস্থা হতে পারে, সেটিই যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাব করবেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ইউক্রেনের বা আন্তর্জাতিক – কোনো আইন অনুযায়ীই দেশের অংশ রাশিয়াকে দিয়ে দেওয়ার কোনো অধিকার তাঁর নেই।
জেলেনস্কি এই মন্তব্য করেছেন গতকাল সোমবার ইউরোপে ব্যস্ত এক দিনের পর। কয়েকদিন ধরেই ইউরোপ ও ন্যাটোর অনেক নেতার সঙ্গে বৈঠকের পর বৈঠক করছেন জেলেনস্কি, গতকাল বৈঠক করেছেন লন্ডনে। বৈঠকের উদ্দেশ্য, যুক্তরাষ্ট্র এর আগে যে শান্তি চুক্তির প্রস্তাব উত্থাপন করেছে - যে চুক্তি অনুযায়ী ইউক্রেনের দনবাস অঞ্চল রাশিয়ার দখলে চলে যাবে-সেই প্রস্তাবে সমর্থন জানানো থেকে যুক্তরাষ্ট্রকে বিরত রাখার চেষ্টা করবে ইউক্রেন ও ইউরোপের নেতারা। তাঁদের শঙ্কা, যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত এই চুক্তি কার্যকর হলে ইউক্রেন ও ইউরোপ ভবিষ্যতে আরও রুশ আগ্রাসনের হুমকিতে থাকবে।
ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, তিনি এবং তাঁর প্রতিনিধি দল আজ মঙ্গলবারের মধ্যেই একটা বিকল্প নতুন প্রস্তাব আমেরিকার কাছে পাঠানোর চেষ্টা করবেন।
এদিকে চুক্তি ও পাল্টা চুক্তি নিয়ে যখন এত আলোচনা চলছে, এর মধ্যে রাশিয়ান ড্রোন আক্রমণে ইউক্রেনের উত্তর-পশ্চিমের সুমি শহর গতরাতে ছিল বিদ্যুৎবিহীন। এর বাইরে তেরনোপিলে রুশ বাহিনীর ভয়ংকর আক্রমণে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। তেরনোপিল পুলিশের প্রধান জানিয়েছেন, গত মাসে তেরনোপিলে রুশ মিসাইল আক্রমণের জেরে আরও দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যা নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৮, এর মধ্যে ৮ শিশুও আছে।




Comments