Image description

অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখা এবং সচিবালয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৪ কর্মচারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয় থেকে তাদের আটক করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার সানা শামীনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতদের মধ্যে রয়েছেন—কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবীর, সহসভাপতি শাহিন গোলাম রাব্বানী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা নিজামুদ্দিন। আটক চতুর্থ ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ডিএমপি জানায়, সচিবালয় একটি কেপিআই (কি পয়েন্ট ইন্সটলেশন) ভুক্ত এলাকা, যেখানে সভা-সমাবেশ নিষিদ্ধ। ডিএমপির যুগ্ম কমিশনার সানা শামীনুর রহমান বলেন, “যারা আইন ভেঙেছে, ভিডিও ফুটেজ যাচাই-বাছাই করে তাদের মধ্য থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। গতকাল তারা আইন ভঙ্গ করে অর্থ উপদেষ্টাকে জিম্মি করেছিল, যা অনভিপ্রেত।”

এর আগে বুধবার দুপুরে ‘সচিবালয় ভাতা’র দাবিতে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে প্রায় ৬ ঘণ্টা অবরুদ্ধ করে রেখেছিলেন কর্মচারীরা। পরে পুলিশের বিশেষ ইউনিটের সহায়তায় তিনি মুক্ত হন। আজ সকালেও কর্মচারীরা বিক্ষোভ করে এবং দাবি না মানলে আগামী সপ্তাহ থেকে পূর্ণ কর্মবিরতির ঘোষণা দেন বাদিউল কবীর।