ঢালিউড চিত্রনায়িকা পরীমণিকে পর্দায় নতুন রূপে দেখার জন্য ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষা অবশেষে ফুরোচ্ছে। নতুন বছরের শুরুতেই সুখবর নিয়ে হাজির হচ্ছেন এই অভিনেত্রী। সব ঠিক থাকলে নতুন বছরেই শুরু হচ্ছে তাঁর নতুন সিনেমা ‘গোলাপ’-এর কাজ।
সিনেমাটি নির্মাণের ঘোষণার পর প্রায় ১১ মাস পেরিয়ে গেলেও গল্প ও চিত্রনাট্য নিয়ে জটিলতার কারণে শুটিং শুরু করা সম্ভব হয়নি। বিষয়টি পরীমণির ভক্তদের কিছুটা হতাশ করেছিল। তবে সব জট কাটিয়ে অবশেষে ক্যামেরার সামনে গড়াতে যাচ্ছে সিনেমাটি।
সিনেমাটির নির্মাতা সামছুল হুদা নিশ্চিত করেছেন, দীর্ঘ অপেক্ষার পর ‘গোলাপ’ এবার সত্যিই শুটিং ফ্লোরে যাচ্ছে। এই সিনেমায় পরীমণির বিপরীতে দেখা যাবে অভিনেতা নিরবকে।
জানা গেছে, শুটিং পিছিয়ে যাওয়ার মূল কারণ ছিল সিনেমার গল্প নিয়ে কিছু জটিলতা। চিত্রনাট্যের কয়েকটি স্থানে পরিবর্তনের প্রয়োজন ছিল। দীর্ঘ আলোচনার পর সেই সমস্যাগুলো কাটিয়ে গল্পটি নতুনভাবে সাজানো হয়েছে।
মফস্বল বা ছোট শহরের রাজনৈতিক বাস্তবতা, উত্তেজনা আর রহস্যকে কেন্দ্র করে নির্মিত হবে ‘গোলাপ’। পরিকল্পনা অনুযায়ী সব ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতেই সিনেমাটির দৃশ্যধারণ শুরু হওয়ার কথা রয়েছে।




Comments