ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’। সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলা এই অবরোধের কারণে শাহবাগ ও এর আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়, যাতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
দুপুর সাড়ে ১২টায় ছাত্রশক্তির নেতাকর্মীরা রাস্তায় নেমে আসেন। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘হাদির ওপর গুলি কেন, প্রশাসন জবাব চাই’, ‘এক-দুই-তিন-চার, জাহাঙ্গীর তুই গদি ছাড়’—এমন সব স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে শাহবাগ চত্বর।
টানা তিন ঘণ্টা অবস্থানের পর বিকেল সাড়ে ৩টায় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান কর্মসূচি সমাপ্তির ঘোষণা দেন। তিনি জানান, শহীদ মিনারে ইনকিলাব মঞ্চ আয়োজিত প্রতিবাদ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে তারা আজকের মতো সড়ক অবরোধ তুলে নিচ্ছেন।
ভবিষ্যৎ কর্মসূচির বিষয়ে জাহিদ আহসান বলেন, “আগামীকাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের কর্মসূচি স্থগিত থাকবে। তবে আগামী পরশু পরিস্থিতি পর্যালোচনা করে আমরা পরবর্তী কর্মসূচির ঘোষণা দেব।”
জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা শরীফ ওসমান বিন হাদিকে গুলির ঘটনার পর থেকেই তার নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ তুলে সরকারের সমালোচনা করে আসছেন আন্দোলনকারীরা। বিশেষ করে হাদির ওপর হামলাকারী প্রধান অভিযুক্তের দেশ ছাড়ার গুঞ্জনের পর ক্ষোভ আরও বাড়ে। দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতার দায়ভার চাপিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছে ছাত্রশক্তি।




Comments