Image description

মনোনয়ন ফর্ম সংগ্রহ শেষে নিজ নির্বাচনী এলাকায় ফেরার পথে মাগুরা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লা হোসেন মিয়াকে (কুটিকে) আটক করেছে ডিবি পুলিশ। আজ দুপুরে তিনি মাগুরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন।

মনোনয়ন ফর্ম সংগ্রহ শেষে নিজ নির্বাচনী এলাকায় ফেরার পথে মাগুরা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লা হোসেন মিয়াকে (কুটিকে) আটক করেছে ডিবি পুলিশ। আজ দুপুরে তিনি মাগুরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা ও মাগুরা জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ তার হাতে মনোনয়ন ফর্ম তুলে দেন। মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে তিনি নিজ নির্বাচনী এলাকায় ফেরার পথে রওনা হন।

এদিকে নির্বাচনী এলাকায় ফেরার পথে মাগুরা শহরের নতুন বাজার এলাকায় পৌঁছালে কয়েকজন ডিবি পুলিশ সদস্য তার গাড়ি থামিয়ে তাঁকে আটক করে নিয়ে যান।

কুতুবুল্লা হোসেন মিয়া মাগুরা শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তিনি আওয়ামী লীগের কোনো পদে নেই। তিনি শ্রীপুর উপজেলার শ্রীখোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

তার সঙ্গে থাকা একান্ত সহকারী মিটুল হোসেন জানান, মনোনয়ন ফর্ম সংগ্রহ করে ফেরার সময় নতুন বাজার এলাকায় ডিবি পুলিশের পরিচয় দেওয়া কয়েকজন ব্যক্তি গাড়ি থামিয়ে কুতুবুল্লা হোসেন মিয়াকে নিয়ে যান। পরে তাকে ডিবি পুলিশের হেফাজতে নিয়ে প্রথমে পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানতে পারি।

আটকের বিষয়ে মাগুরা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ‘আটক কুতুবুল্লা হোসেন মিয়া (কুটি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলার তদন্তে প্রাপ্ত আসামি। দীর্ঘদিন ধরে তাকে খোঁজাখুঁজি করা হচ্ছিল।’

তবে তিনি কোনো নির্বাচনী আসনের প্রার্থী কি না সে বিষয়ে জানা নেই বলে জানান পুলিশ সুপার।