Image description

ভারতীয় হাইকমিশন অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু করেছে জুলাই ঐক্য। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে ঢাকার রামপুরা থেকে লংমার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন শুরু করে সংগঠনটি। এতে বিপুলসংখ্যক কর্মী অংশ নেন। 

জুলাই ঐক্য'র ডাকা 'মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন' কর্মসূচি শুরুতেই পুলিশি বাধার মুখে পড়েছে।

বুধবার বেলা সাড়ে তিনটার দিকে বিক্ষোভকারীরা ভারতীয় হাইকমিশনের দিকে যাত্রা শুরু করলে পুলিশ পথে উত্তর বাড্ডায় ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।

মিছিলে অংশগ্রহণকারীরা এরপর সেখানেই অবস্থান নিয়ে বক্তব্য দিতে শুরু করে।