Image description

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম মিডিয়াকে এ কথা জানান।

এদিন সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর রেজিস্ট্রারের কাছে অভিযোগ দাখিল করা হয়। এই সাতজনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনাল ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এছাড়া আসামিদের গ্রেপ্তার করে আগামী ২৯ ডিসেম্বর আদালতে হাজির করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে।

তিনি বলেন, ওবায়দুল কাদের তৎকালীন সরকার ও দলের প্রভাবশালী মন্ত্রী ছিলেন। জুলাই-আগস্টের গণহত্যা, পরিকল্পনা ও নির্দেশ দেওয়ায় ভূমিকা রেখেছেন। তার দলের বাহাউদ্দিন নাছিমদের ভূমিকা ছিল। এছাড়া যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগ সরাসরি অক্সিলারি ফোর্স হিসেবে ছিল। সে কারণে তাদের মামলার আসামি করা হয়েছে।

তিনি আরো বলেন, আপামর ছাত্র-জনতা ও শিশু-কিশোরদের ওপর হওয়া অন্যায়ের বিচার নিশ্চিত করার বিষয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। ন্যায়বিচার কারো জন্য বসে থাকবে না। তারা যদি হাজির না হন, আইনিভাবে মোকাবিলা না করেন সেক্ষেত্রে আইন নিজের গতিতে চলবে।