Image description

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত টাঙ্গাইল জেলার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় প্রথমবারের মতো পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে টাঙ্গাইল জেলা সমিতি (টাজেস)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি)-তে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দিন খান। টাঙ্গাইল জেলা সমিতির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মো. ফজলুল হকের প্রধান পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আতিকুর রহমান আতিক।

উদ্বোধনী বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দিন খান বলেন, "অ্যালামনাসদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ সবসময় বজায় রাখা উচিত। এই সম্পর্ক বর্তমান শিক্ষার্থীদের কল্যাণে এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিপুলসংখ্যক সাবেক শিক্ষার্থীর এই অংশগ্রহণ আমাদের জন্য গর্বের।"

প্রধান অতিথির বক্তব্যে আতিকুর রহমান আতিক বলেন, "টাঙ্গাইল জেলার রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। আমাদের জেলার মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় সহায়তা করতে একটি 'ছাত্র কল্যাণ তহবিল' গঠন করা জরুরি। সবার সহযোগিতায় এই তহবিল দ্রুত কার্যকর হবে বলে আমি আশাবাদী।"

সমিতির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মো. ফজলুল হক বলেন, "রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্তমানে টাঙ্গাইল জেলার ১৭ জন শিক্ষক কর্মরত আছেন, যা আমাদের জন্য বড় অর্জন। মেধাবী শিক্ষার্থীদের সেমিস্টার ফিসহ অন্যান্য আর্থিক সংকটে আমরা সবসময় পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সেই লক্ষ্যেই এই সমিতি কাজ করে যাচ্ছে।"

টাঙ্গাইল জেলা সমিতির সভাপতি প্রফেসর ড. পাপিয়া সুলতানা বলেন, "ভর্তি হতে আসা নতুন শিক্ষার্থীদের আবাসন সংকট ও নানাবিধ ভোগান্তি দূর করতে আমাদের এই সংগঠন কাজ করছে। সাবেক ও বর্তমানদের সমন্বয়ে গঠিত কল্যাণ তহবিল শিক্ষার্থীদের আর্থিক সংকট মোকাবিলায় সহায়ক হবে।"

অনুষ্ঠানে সাবেক ও বর্তমান মিলিয়ে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই আয়োজনে স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেধাবী শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে 'ছাত্র কল্যাণ তহবিল' গঠন করা হয়। দীর্ঘদিন পর প্রিয় ক্যাম্পাসে একে অপরকে কাছে পেয়ে সাবেক শিক্ষার্থীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।