Image description

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনাপ্রবাহ কালক্রমে রূপ নেয় ইতিহাসে। মানবসভ্যতার বিবর্তনে গুরুত্বপূর্ণ, কল্যাণকর কিংবা বিষাদময়—সব ঘটনাই ইতিহাসে স্থান পায় এবং আমাদের আগামীর পথনির্দেশ দেয়। আজ ১৯ ডিসেম্বর ২০২৫, শুক্রবার। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলি, বিশিষ্ট ব্যক্তিদের জন্ম ও মৃত্যু।

উল্লেখযোগ্য ঘটনাবলি

  • ১১৫৪: ইংল্যান্ডের রাজা দ্বিতীয় হেনরির অভিষেক অনুষ্ঠিত হয়।

  • ১৬৭৫: দিল্লিতে নবম শিখগুরু তেগ বাহাদুরের শিরশ্ছেদ করা হয়।

  • ১৬৮৮: ইংল্যান্ডের রাজা দ্বিতীয় জেমস স্ত্রী-সন্তানসহ ফ্রান্সে পালিয়ে যান।

  • ১৮৮৯: প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ হাওয়াইয়ে বিখ্যাত বিশপ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়।

  • ১৮৯১: কানাডিয়ান রাগবি ইউনিয়ন গঠিত হয়।

  • ১৯৪১: দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আটলান্টিক মহাসাগরে জার্মান সাবমেরিন ইউ-৫৭৪ নিমজ্জিত হয়।

  • ১৯৪২: ফ্যাসিস্টবিরোধী লেখক ও শিল্পী সংঘের প্রথম দুদিনব্যাপী সম্মেলন শুরু হয়।

  • ১৯৫৭: মস্কো ও লন্ডনের মধ্যে প্রথমবারের মতো সরাসরি বিমান চলাচল শুরু হয়।

  • ১৯৮৯: মার্কিন যুক্তরাষ্ট্র পানামায় সামরিক আগ্রাসন শুরু করে।

  • ১৯৯১: যুক্তরাষ্ট্রে জেনারেল মোটরসের ১০০টি কারখানা বন্ধ হওয়ায় ৭৪ হাজার শ্রমিক চাকরি হারান।

  • ১৯৯৬: বাংলাদেশে চট্টগ্রাম টেলিভিশন উপকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জন্ম

  • ১৬৮৩: স্পেনের রাজা পঞ্চম ফিলিপ।

  • ১৮৫২: আলবার্ট মাইকেলসন, মার্কিন পদার্থবিদ এবং প্রথম আমেরিকান হিসেবে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী।

  • ১৮৭৩: স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, কালাজ্বরের ওষুধ আবিষ্কারক খ্যাতনামা চিকিৎসাবিজ্ঞানী।

  • ১৮৭৫: মিলেভা মেরিক, পদার্থবিজ্ঞানী ও আলবার্ট আইনস্টাইনের প্রথম স্ত্রী।

  • ১৯০৬: লিওনিদ ব্রেজনেভ, সাবেক সোভিয়েত কমিউনিস্ট নেতা ও রাষ্ট্রপ্রধান।

  • ১৯০৮: রত্নেশ্বর মুখোপাধ্যায় (রতু মুখোপাধ্যায়), প্রখ্যাত বাঙালি সুরকার।

  • ১৯১০: জ্যঁ জ্যেঁনে, বিখ্যাত ফরাসি সাহিত্যিক ও রাজনৈতিক কর্মী।

  • ১৯৩৪: প্রতিভা পাতিল, ভারতের প্রথম নারী ও দ্বাদশ রাষ্ট্রপতি।

মৃত্যু

  • ১৮৬০: লর্ড ডালহৌসি, ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল।

  • ১৯১১: মীর মশাররফ হোসেন, কালজয়ী উপন্যাস 'বিষাদ সিন্ধু'র রচয়িতা ও নাট্যকার।

  • ১৯১৮: রাধাগোবিন্দ কর, কলকাতার বিখ্যাত আর জি কর মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ও চিকিৎসক।

  • ১৯২৭: রামপ্রসাদ বিসমিল, ব্রিটিশবিরোধী বিপ্লবী আন্দোলনের অন্যতম নেতা।

  • ১৯২৭: আসফাকউল্লা খান, ভারতীয় স্বাধীনতা আন্দোলনের বীর শহীদ বিপ্লবী।

  • ১৯৮৪: আবদুল কাদির, প্রখ্যাত বাঙালি কবি, গবেষক ও সাহিত্য সমালোচক।

  • ২০২০: প্রকৌশলী মুনির আল জুনদি, যিনি পবিত্র কাবা শরিফের বর্তমান দরজার নকশা করেছিলেন।