বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। সংস্থাটি জানিয়েছে, শুক্রবার ভোরে বিক্ষুব্ধ জনতা দেশের শীর্ষ দুটি সংবাদমাধ্যম—প্রথম আলো ও দ্য ডেইলি স্টার–এর কার্যালয়ে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। এ সময় কয়েকজন সাংবাদিক কার্যালয়ের ভেতরে আটকা পড়েন, পরে তাদের উদ্ধার করা সম্ভব হয়।
তারা বলেছে, বিক্ষোভ ও বিভিন্ন জনসমাগম দ্রুতই বিপজ্জনক কিংবা সহিংস রূপ নিতে পারে।
এসব কর্মসূচি কাভার করার সময় সাংবাদিকদের অবশ্যই পরিবেশ সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে এবং সম্ভাব্য ঝুঁকির জন্য আগেভাগে প্রস্তুত থাকতে হবে।
সিপিজে আরো জানিয়েছে, বিক্ষোভ ও নাগরিক অস্থিরতা কাভার করতে গিয়ে সাংবাদিকরা নজরদারি, গ্রেপ্তার কিংবা লক্ষ্যভিত্তিক হামলার শিকার হতে পারেন। তাই কোনো প্রতিবেদন অভিযানে যাওয়ার আগে যোগাযোগব্যবস্থা, সরঞ্জাম এবং যাতায়াত পরিকল্পনা প্রস্তুত রাখা জরুরি, যাতে ঝুঁকি কমানো যায়।
সংস্থাটির মতে, বিক্ষোভে জড়িত বিভিন্ন গোষ্ঠী সম্পর্কে আগাম ধারণা নেওয়া এবং টিয়ার গ্যাস, সহিংসতা বা গ্রেপ্তারের মতো পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়া গুরুত্বপূর্ণ।
একই সঙ্গে জনসমাগমে ডিজিটাল ডিভাইস বহনকারী সাংবাদিকদের সতর্ক থাকতে হবে, কারণ এসব ডিভাইস ভেঙে যাওয়া, চুরি হওয়া বা জব্দ হওয়ার ঝুঁকি থাকে।
সিপিজে আরো জানিয়েছে, বিক্ষোভ, নাগরিক অস্থিরতা ও অনিশ্চিত জনসমাবেশ কাভারের ঝুঁকি মোকাবিলায় সাংবাদিকদের সহায়তার জন্য তারা বিভিন্ন তথ্য ও নির্দেশনা সংকলন করেছে। তারা জোর দিয়ে বলেছে, যেকোনো প্রতিবেদন অভিযানের আগে সাংবাদিকদের ঝুঁকি মূল্যায়ন সম্পন্ন করা উচিত, যাতে সম্ভাব্য হুমকি চিহ্নিত করে একটি সুস্পষ্ট পরিকল্পনা তৈরি করা যায়।




Comments